/anm-bengali/media/media_files/YOljlpRlGwptXRCR1ppZ.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: একের পর এক নিম্নচাপ তৈরি হওয়ায় থামছেই না বৃষ্টি। আর ক’দিন পরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তাই এখন একটাই প্রশ্ন—পুজোয় কি বৃষ্টি ভোগাবে? কিন্তু আশার আলো দেখাতে পারল না মৌসম ভবন।
আইএমডি-র ডিরেক্টর জেনারেল ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, সেপ্টেম্বর জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্গাপুজোর সময় বৃষ্টি হবে কি না, তা এখনই বলা সম্ভব নয়, অন্তত সাত দিন আগে জানা যাবে। তবে তিনি মনে করিয়ে দেন, গত কয়েক দশকের ট্রেন্ড অনুযায়ী পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি ক্রমশ কমছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/0KTKxkAPapMiirNULUim.jpg)
এদিকে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ফের নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে উত্তর ওড়িশা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। সেখানে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যা ২ সেপ্টেম্বর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে।
আজ দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামেও বৃষ্টি চলবে। বুধবার সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। কলকাতা ও শহরতলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us