সাইক্লোন রেমালের আগমনের প্রস্তুতি! মাছের বাজারও বন্ধ হয়ে গেল

সাইক্লোন রেমালের জন্য তটস্থ মৎস্যজীবীরা।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
dighafish

নিজস্ব সংবাদদাতা: সাইক্লোন রেমালের আসা এখন শুধু সময়ের অপেক্ষা। দিঘা এলাকার মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

cyclone mi.jpg

এই নিয়ে মৎস্যজীবী মানস কুমার দাস বলেন, 'আমাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আমাদের ২৩-২৭  মে পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে...পুরো দিঘা এলাকায় প্রায় ৪০০০০-৪৫০০০ জেলে রয়েছে এবং প্রশাসন আমাদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে। আমরাও সতর্ক আছি এবং মাছের বাজারও বন্ধ হয়ে গেছে'।

 tamacha4.jpeg