৮০০ টাকা হয়ে গেল দাম! আর খেতে পারবেন না...

এবার আবার হেঁসেলে আগুন। জিরে যে দামে বিক্রি হচ্ছে সেটা জানলে হার্টফেল হয়ে যেতে পারে অনেকের। কিন্তু কেন এই অবস্থার সৃষ্টি হল? রইল সেই আপডেট।

cumin

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বাজারে তরতর করে বেড়ে যাচ্ছে জিরের দাম। এখন ১ কেজি জিরের দাম ছাড়িয়ে গেছে ৮০০ টাকা। পাইকারি বাজারে প্রতি কেজি জিরের দাম এখন নূন্যতম ৭০০ টাকা। ভারতে মোট উৎপাদিত জিরের মাত্র ১.৫ শতাংশ বাংলায় চাষ করা হয়। বাকি আমদানি করা হয় রাজস্থান বা গুজরাটের মতো রাজ্য থেকে। তার উপর এই বছর খারাপ আবহাওয়ার ফলে ফলন হয়েছে কম। যা উৎপাদন হয়েছে তার অনেকটাই বাংলাদেশের রপ্তানি করা হয়ে গেছে। সব মিলিয়ে বাংলায় হুহু করে বেড়ে চলেছে জিরের দাম।

rectify impact.jpg