বাংলাতেও এবার কাশ্মীর কৌশল নিতে হবে সিআরপিএফকে

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এবার একটু ভাবছে তল্লাশি অভিযান নিয়ে।

New Update
CRPF-gets-40k.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালি এবং বনগাঁর ঘটনা নতুন করে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে সকলের মনে। স্পেশালি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এবার একটু ভাবছে তল্লাশি অভিযান নিয়ে। বিনা প্রস্তুতি নিয়ে তল্লাশি অভিযান এবার ভারী পড়তে পারে ইডি-সিবিআই কাঁধে। তবে শুধু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নয়, সন্দেশখালিতে আক্রান্ত হয়েছিলেন সিআরপিএফ জওয়ানরাও। তাই নিরাপত্তা বাড়ছে তাঁদেরও।

গতকাল রাজ্যপালের বিশেষ বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। এবার থেকে যেকোনও তল্লাশি অভিযানে কিংবা বলা ভালো ডিউটিতে থাকাকালীন সিআরপিএফ জওয়ানদের রাইফেল ছাড়াও লাঠি এবং বডি প্রুফ জ্যাকেট গায়ে রাখতে হবে। অন ডিউটিতে এই দুই জিনিষ গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অর্থাৎ এবার থেকে কাশ্মীর কিংবা মাওবাদী অধ্যূষিত এলাকায় যেভাবে জওয়ানেরা ডিউটি পালন করেন, এরাজ্যেও এবার দেখা যাবে সেই চিত্র। 

hiren