New Update
/anm-bengali/media/media_files/vPORdMAM71uWxktsx6Qf.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সোশ্যাল মিডিয়ার (Social Metro) যুগে গুজবের শেষ নেই। সম্প্রতি গুজব রটেছিল, ঝড়ের (Thunderstorm) দাপটে উড়ে যেতে পারে কলকাতা মেট্রোর (Kolkata Metro) পিলার। গুজব ক্রমে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। এই পরিস্থিতিতে বিবৃতি প্রকাশ করল কলকাতা (Kolkata) মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "এই খবর বা গুজব একেবারেই মিথ্যা। ইউ আর সেফ ইন মেট্রো। এই সব কথায় কান দেবেন না।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us