New Update
/anm-bengali/media/media_files/IVIkQ22t0AwpUSHiD5k1.jpg)
কলকাতাঃ বৃহস্পতিবার তুঙ্গে উঠেছে বঙ্গ রাজনীতি। আজ সিপিএমের (CPIM) সিজিও কমপ্লেক্স অভিযান শুরু হল। একদিকে যখন তৃণমূল (TMC) রাজভবন অভিযানের ডাক দিয়েছেন তখন অন্যদিকে বামেরা আজ সিজিও কমপ্লেক্স অভিযান করছে। তদন্তে গড়িমসির অভিযোগ তুলে আজ বামেরা রাস্তায় প্রতিবাদে নেমেছে সেইসঙ্গে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে। এদিন উল্টোডাঙার হাডকো মোড় থেকে শুরু হয়েছে বামেদের মিছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us