/anm-bengali/media/media_files/WI4SI37mkcfBddubdd0v.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-হত্যা মামলা নিয়ে সিপিআই(এম) সাধারণ সম্পাদক ডি রাজা বলেছেন, "পশ্চিমবঙ্গ রাজ্যে, কলকাতা শহরে বিক্ষোভ চলছে। আমাদের দলও মাঠে আছে। আমাদের দলের নেতৃত্বে সকল শ্রেণি ও গণসংগঠন আন্দোলন করছে। রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ। আর সেজন্য গতকালও আমাদের দল কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে যে সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দেওয়ার জন্য আইন প্রণয়ন করুক। কেন্দ্রীয় সরকার কেন স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে আইন আনার জন্য কোনও পদক্ষেপ করছে না? এটা নতুন কোনো দাবি নয়। দীর্ঘদিন ধরেই এই দাবি চলে আসছে। কেন রাজি হচ্ছে না কেন্দ্রীয় সরকার? যাই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সব দায় নিতে হবে, ব্যর্থতা নিতে হবে।"
#WATCH | Kolkata's RG Kar Medical College and Hospital rape-murder case: CPI (M) General Secretary D Raja says, "There is agitation going on in the state of West Bengal, in the city of Kolkata. Even our party is in the field. All the class and mass organizations led by our party… pic.twitter.com/6TqJRGJn0p
— ANI (@ANI) August 21, 2024
/anm-bengali/media/media_files/2hXXI6itO2kMlsv8bx5v.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us