বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম দেখা করতেই তৎপরতা বাড়ালেন সিপি

পুলিশ কমিশনারের ওপর চাপ অনেকটাই বেশি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Kasba-Incident-

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি করের ঘটনায় বদল হয়েছিল সিপি পদের। সেই সময় প্রতিবাদের ঝড় এতোটাই তীব্র ছিল যে মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছিলেন তৎকালীন সিপি বিনীত কুমার গোয়েলকে সরাতে। তাঁর জায়গায় দায়িত্বভার গ্রহণ করেন বর্তমান সিপি মনোজ কুমার ভার্মা। আর তাঁর সময়েই ফের ঘটলো গণধর্ষণের মতো ভয়ঙ্কর ঘটনা। সেই সময় ছিলেন এক তরুণী চিকিৎসক। আর এবার সেই খানে ধর্ষিতা হলেন এক আইনের ছাত্রী। স্বাভাবিক ভাবেই কলকাতার পুলিশ কমিশনারের ওপর চাপ অনেকটাই বেশি।

আজই মামলার তদন্ত প্রক্রিয়া জানতে কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মার সাথে দেখা করেন বিজেপির চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আর তারা ফিরতেই মামলার শেষ আপডেট জানতে খোদ কসবা থানায় পৌঁছে গেলেন সিপি মনোজ ভার্মা। সাউথ কলকাতা ল কলেজের গণধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করা নিয়ে খোঁজখবর নিলেন তিনি।

manoj1