New Update
/anm-bengali/media/media_files/jXf5doZuROtB1AKWgrwW.jpg)
নিজস্ব সংবাদদাতা: গরু পাচার মামলায় তিহার জেলে রয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এবার তার বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি। সুকন্যার বয়ানকে হাতিয়ার করে এই চার্জশিট নির্মাণ করেছে ইডি। মোট ২০৩ পাতার চার্জশিট পেশ করা হয়েছে। চার্জশিটের সঙ্গে সাড়ে ৩ হাজার পাতার নথি পেশ করা হয়েছে। ইডির চার্জশিটে নামে-বেনামে অনুব্রতর বিরুদ্ধে অসংখ্য সম্পত্তির উল্লেখ করা হয়েছে। এছাড়াও চার্জশিটে প্রভাবশালী তত্ত্বে দুবরাজপুর-মামলাকেও অনুব্রতর বিরুদ্ধে হাতিয়ার করা হয়েছে।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us