করোনা আতঙ্ক, বাংলাকে সতর্ক করল কেন্দ্র

চীনে সংক্রমণ ছড়ানো জেএন.১ ভ্যারিয়েন্ট ভারতেও আঘাত হেনেছে। যাকে ঘিরে উদ্বিগ্ন সকলে। কী হবে? উঠছে প্রশ্ন।

author-image
SWETA MITRA
New Update
covid india.jpg

 

 

নিজস্ব সংবাদদাতাঃ শীতের মাঝে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিড ১৯ (Covid 19) সংক্রমণ। যার জেরে নতুন করে রাতের ঘুম উড়ে গিয়েছে বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষের। এদিকে বিপদ এড়াতে রাজ্যগুলিকে আগে থেকেই সতর্ক থাকার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সতর্ক করা হয়েছে সমগ্র বাংলাকেও। জানা গিয়েছে, কলকাতা ও জেলার হাসপাতালগুলিতে কোভিড রোগীদের জন্য বেড নির্দিষ্ট করে রাখা, পজিটিভ রোগীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানর মতো বিষয়গুলিতে জোর দেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে।