/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতা: কাল সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। আজ জনগণের মতামত জানতে পথেই আদালত বসাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। ক্লিনিক সংলগ্ন এলাকাতেই আদালত ডাক্তারদের।
/anm-bengali/media/media_files/Xxb7JEcqg965xk22Mzd0.jpg)
সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই কর্মসূচি চলবে। জেলায় জেলায় অস্থায়ী স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছে। খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত। নাম দেওয়া হয়েছে 'জনতার মতামত রাজপথে আদালত'। বিকেল ৫টায় জাতীয় সংগীত গেয়ে রাস্তায় মানববন্ধনের ডাক।
/anm-bengali/media/media_files/6Ljg9WkMDaONJLyx7faM.jpg)
এটাই মানুষকে পরিষেবা দেওয়ার ছোট চেষ্টা বলে দাবি করছেন আন্দোলনকারীরা। এর আগে দেখা গেছে জুনিয়র ডাক্তাররা দীর্ঘদিন ধরে সুবিচার চেয়ে আন্দোলনে রয়েছেন। এমনকি তাদের লালবাজার অভিযান ব্যাপকভাবে সফল হয়েছে। সেখানে বিন্দুমাত্র হিংসা বা ঘৃণা নয়, বরং শান্তিপূর্ণভাবে তারা পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে ডেপুটেশন জমা দিতে চেয়েছিলেন। প্রায় ৩০ ঘন্টা বসিয়ে রাখার পর অবশেষে পুলিশ তাদের দাবি মঞ্জুর করে এবং তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধনের মধ্যে দিয়ে লালবাজারে পৌঁছে পুলিশ কমিশনারের হাতে ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি একটি প্রতীকী শিরদাঁড়া রেখে দেন টেবিলে। ২২ জন প্রতিনিধি গেছিলেন ভেতরে।
/anm-bengali/media/post_attachments/5f8647eff0ce2f57563fd53f9da2f693bd54fe59e2a7e59e43f1ae9f5b3766d4.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us