হনুমান জয়ন্তীর মিছিলে অনুমতি আদালতের

কলেজস্ট্রিট হনুমান মন্দির থেকে হরি ঘোষ হনুমান মন্দির পর্যন্ত মিছিলের অনুমতি দিল কোর্ট।

author-image
Jaita Chowdhury
New Update
Hanuman

নিজস্ব সংবাদদাতা: ১২ এপ্রিল হনুমান জয়ন্তীর মিছিলে অনুমতি আদালতের। কলেজস্ট্রিট হনুমান মন্দির থেকে হরি ঘোষ হনুমান মন্দির পর্যন্ত মিছিলের অনুমতি দিল কোর্ট। হনুমান জন্মোৎসব উদযাপন সমিতিকে অনুমতি আদালতের। বিকেল ৫ থেকে রাত ৮ পর্যন্ত মিছিলের অনুমতি। তবে কড়া নির্দেশ।

 

দিনে দুবার হনুমান চালিসা, তিনবার রামের গান!

'ডিজে ব্যবহার করা যাবে না, ধাতুর অস্ত্র প্রদর্শন করা যাবে না। PVC দিয়ে তৈরি প্রতীকী অস্ত্র ব্যবহার করা যাবে। ৫ টি মাইক্রোফোন ব্যবহার করা যাবে, ৪ টা করে বাইক এবং গাড়ি ব্যবহার করা যাবে। 

২০০ থেকে ২৫০ জন ব্যক্তি থাকতে পারবেন', নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।