নিজস্ব সংবাদদাতা: ১২ এপ্রিল হনুমান জয়ন্তীর মিছিলে অনুমতি আদালতের। কলেজস্ট্রিট হনুমান মন্দির থেকে হরি ঘোষ হনুমান মন্দির পর্যন্ত মিছিলের অনুমতি দিল কোর্ট। হনুমান জন্মোৎসব উদযাপন সমিতিকে অনুমতি আদালতের। বিকেল ৫ থেকে রাত ৮ পর্যন্ত মিছিলের অনুমতি। তবে কড়া নির্দেশ।
/anm-bengali/media/post_banners/Ba4lkuaiT5qtjd2IPBHT.jpg)
'ডিজে ব্যবহার করা যাবে না, ধাতুর অস্ত্র প্রদর্শন করা যাবে না। PVC দিয়ে তৈরি প্রতীকী অস্ত্র ব্যবহার করা যাবে। ৫ টি মাইক্রোফোন ব্যবহার করা যাবে, ৪ টা করে বাইক এবং গাড়ি ব্যবহার করা যাবে।
২০০ থেকে ২৫০ জন ব্যক্তি থাকতে পারবেন', নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।