আইন কলেজের গণধর্ষণ মামলায় বড় রায় আদালতের

কলকাতা গণধর্ষণ মামলায় আলিপুর আদালতে মূল অভিযুক্তদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ।

author-image
Aniket
New Update
kolkata-1751097391488-eaa2d278-ef0a-4bcd-aa8b-6b2ca8814836-900x504

File Picture

নিজস্ব সংবাদদাতা: কলকাতার আইন কলেজের বহুল আলোচিত গণধর্ষণ মামলায় তিন মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জাইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে আগামী ৮ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আলিপুর আদালত।

How Kolkata law college rape was 'premeditated' and planned – Firstpost

একইসঙ্গে মামলার আরও এক অভিযুক্ত, নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে ৪ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।