সাফাইয়ের কাজে হাত লাগালেন কাউন্সিলর সজল!

৫০ নম্বর ওয়ার্ডে ঝড়ে উপড়ে পড়েছিল গাছ। কারো কারো চালেও গাছ ভেঙে ঘটেছে বিপত্তি। রাস্তা অবরুদ্ধ হওয়া থেকে ভোগান্তির শেষ ছিল না মানুষের।

author-image
Pallabi Sanyal
New Update
sajal

কাউন্সিলরের উদ্যোগে চলছে গাছ কাটার কাজ

নিজস্ব সংবাদদাতা : ঘূর্ণিঝড় মোচার ল্যান্ডফলের পর ক্ষণিকের স্বস্তি ভোগ করেছিল তিলোত্তমা এই মহানগরী। দিনে রোদের তেজ বাড়লেও রাতে ঝড়-বৃষ্টিতে ঘুমটা ভালো হলেও ঘুম উড়েছিল বস্তিবাসীর। ৫০ নম্বর ওয়ার্ডে ঝড়ে উপড়ে পড়েছিল গাছ।  কারো কারো চালেও গাছ ভেঙে ঘটেছে বিপত্তি। রাস্তা অবরুদ্ধ হওয়া থেকে ভোগান্তির শেষ ছিল না মানুষের। গাছ কেটে রাস্তা সাফ করতে ইতিমধ্যেই কাজে নেমে পড়েছেন পুরকর্মীরা। আর তাদের সঙ্গে হাতে হাত লাগালেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষও। রীতিমতো চালে উঠে পুরকর্মীদের সঙ্গে গাছ কাটা থেকে কাজের তদারকিও করেন বিজেপি নেতা। আর সেই মুহূর্তের কিছু ছবি পোস্ট করেন নিজের ফেসবুক প্রেফাইলে।