নিজস্ব সংবাদদাতা: পানিহাটিতে স্কুটার চালক তরুণীর সঙ্গে কাউন্সিলরের হাতাহাতি। সপাটে চড় কষালেন কাউন্সিলর শ্রাবন্তী রায়। মহোৎসবতলা ঘাট এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা গেছে যে নিজের গাড়ি থেকে নেমে ওই তরুণীকে মারতে শুরু করেন পানিহাটি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পাল্টা তরুণীও জবাব দিতে ছাড়েনি। চুলের মুঠি ধরে মারামারির দৃশ্যও সামনে এসেছে। কাউন্সিলরের দাবি মত্ত অবস্থায় স্কুটার চালাচ্ছিল ওই তরুণী। তরুণীর বিরুদ্ধে গালিগালাজেরও অভিযোগ উঠে এসেছে। এদিকে এই ভিডিও পোস্ট করে সজল ঘোষ লেখেন, "দেখুন কেমন জনপ্রতিনিধি নির্বাচন করেছি আমরা"।
/anm-bengali/media/media_files/2025/06/10/eOUljTpEarovBa7mAQWz.PNG)