RG Kar rape-murder incident: মুখ্যমন্ত্রী মমতা-সিবিআই তদন্ত! জানিয়ে দিলেন কংগ্রেস নেত্রী

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে বড় মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী।

author-image
Aniruddha Chakraborty
New Update
Mamata Banerjee Claver Smile.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী বলেন, "এটা হওয়া উচিত ছিল না, দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনও চিকিৎসক হাসপাতালের ভিতরে নিরাপদ না থাকেন, তাহলে প্রতিবাদ হবেই। কিন্তু সাধারণ মানুষ যাঁরা কোনও অন্যায় করেননি, তাঁদের প্রত্যাশা যেন ভেঙে না যায়। তবে আমি তাদের (চিকিৎসকদের) সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় বয়ান দিয়েছেন, রবিবারের মধ্যে দোষীদের গ্রেফতার করা না গেলে সিবিআই তদন্ত হবে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।" 

ল,ম

rg kar

ল্ক