/anm-bengali/media/media_files/bIwrqP7oV7aXUlT7IimU.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই ফুটপাত দখলমুক্ত করতে তৎপর পুলিশ, প্রশাসন এবং পুরসভা। আর তারপর থেকে শুরু নানা রাজনৈতিক উত্তেজনা। বিরোধী দলগুলি সরব হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় অভিযানও চলছে।
মঙ্গলবার বোলপুরের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ অভিযান হয়। কিন্তু বিক্ষোভ শুরুর পর বোলপুর মহকুমা শাসকের দফতরের সামনে কংগ্রেস প্রতিবাদ বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভ কর্মসূচিতে কংগ্রেস জেলা সভাপতি মিল্টন রশিদের কয়েকটি বক্তব্যকে ঘিরে জোর চর্চা। কংগ্রেস নেতা বলেন যে যেভাবে হকারদের উচ্ছেদ করা হচ্ছে তাতে আগামী দিনে আরও বেকার বাড়বে। রাজ্যে চাকরি না থাকায় বেকারদেরকে বাড়িতে বাড়িতে চুরি করতে হবে। এরপর তিনি হকারদের বলেন যে যদি চুরি করতেই হয় তাহলে যেন তারা তৃণমূলের কাউন্সিলর, প্রধান, সদস্যদের বাড়ি, মহকুমা শাসক ও আইসির বাড়িতে চুরি করেন।