'চলুন চোরদের সাধু বলা প্র্যাক্টিস করি,' অধীরকে তির্যক নিশানা কৌস্তভের

'ক্যাশ ফর কোয়েরি' মামলায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে এথিক্স কমিটির কার্যক্রম নিয়ে লোকসভার স্পিকারকে চিঠি লিখেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

author-image
SWETA MITRA
New Update
1 adhir kou.jpg

নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) হয়ে কার্যত ব্যাট ধরেছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। আর এই ঘটনাকে কেন্দ্র করে দলের মধ্যে অসন্তোষ ছড়ালো। কার্যত নাম না করে অধীরকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী (Koustav Bagchi)। তিনি আজ সামাজিক মাধ্যমে লেখেন, ‘আজমহুয়ামৈত্রকেসাধুবলবো, কালঅভিষেকব্যানার্জীকে, পরশুমমতাব্যানার্জীকে।বাংলারকংগ্রেসকর্মীরাতাহলেচলুনচোরদেরসাধুবলাপ্র্যাক্টিসকরি। বিষয়টানিহততপনকন্দুরস্ত্রীপূর্ণিমাকান্দুকেদিয়েশুরুকরলেকেমনহয়?’