New Update
/anm-bengali/media/media_files/2025/03/03/PjcVlKGQDqj1Fhdqeqlz.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University Chaos) ঘটে যাওয়া ঘটনাকে 'লোন উলফ অ্যাটাক' বলে কটাক্ষ অধীর চৌধুরী। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) কড়া সমালোচনাও করেন কংগ্রেস নেতা । অধীর বলেন, "ব্রাত্য বসুকে নাট্যকার গুণিজন বলে ভাবতাম। এখব মনে হচ্ছে ব্রাত্য বস্যুকে ব্রাত্য করে দেওয়াই উচিত।"
প্রসঙ্গত, 'লোন উলফ অ্যাটাক' জঙ্গি হামলার একটি বিশেষ ধরন । এই ধরনের ঘটনায় একজন হামলাকারী আঘাত হানে। এবার যাদপপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনাকে 'লোন উলফ অ্যাটাক' বলে অভিহিত করলেন বহরমপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ।
/anm-bengali/media/media_files/2025/02/06/EZwBCC11BxaTnkjbkXUD.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us