/anm-bengali/media/media_files/OLUrEx8Ab1TpXF4Kg2ir.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সুকান্ত মজুমদার আজ বুধবার এক টুইট বার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালাগাল করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন। আবার প্রধানমন্ত্রীকে (Narendra Modi) 'পাগলা' বলে ডেকেছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বারবার আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন। তিনি বারবার অপরাধী। আমি এর তীব্র নিন্দা জানাই। তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।‘
Congress leader Adhir Ranjan abuses PM @narendramodi ji again & calls him ‘Pagla’.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) May 24, 2023
He has used the abusive language again and again. He is a repeated offender.
I strongly condemn this. He should apologise immediately.
pic.twitter.com/YgUY60ksid