Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Ty6T2iT2utefwUVUZGnO.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ কুণাল ঘোষ খুন হয়ে যেতে পারেন, আশঙ্কা করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার অর্থাৎ আজ বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, "কুণাল ঘোষ এখন সোজা কথা বলতে শুরু করেছে। দিদির গায়ে ঝাল লাগছে। ভাল লাগছে না। কুণাল ঘোষকে কদিন পর জেলে ভরে দেবে। খুনও করে দিতে পারে। মিথ্যা কেসে জেলও হতে পারে।"
/anm-bengali/media/media_files/rRdxjWumTzajBtn12H6g.jpg)
লোকসভা ভোটের মধ্যে অধীরের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us