New Update
/anm-bengali/media/media_files/q0uSbcCtt4PvI5Qt4z7e.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্তমানে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিতে এই বন্যাকে 'ম্যান মেড বন্যা' বলে আখ্যা দিয়ে আসছেন। এবার বন্যা নিয়ে রচনা ব্যানার্জিকে চরম কটাক্ষ করলেন অনুপম হাজরা। রচনা ব্যানার্জি আজ বন্যা পরিদর্শন করেন। সেখানে তিনি বন্যা নিয়ে বক্তব্য রাখেন। সেই বক্তব্যকে সামনে রেখেই কটাক্ষ করেছেন অনুপম হাজরা। তিনি বলেছেন, "2-4 কেজি জল ছাড়লে ঠিক ছিলো কিন্তু DVC'র এরকম 'কুইন্টাল-কুইন্টাল' জল ছাড়ার তিব্ব পোতিবাদ জানাচ্ছি...." রচনাকে কটাক্ষ করে অনুপম হাজরার এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us