/anm-bengali/media/media_files/2024/10/17/04b0k3vZ8TLWJAFR2vMo.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার কুণাল ঘোষের সঙ্গে ডা: নারায়ণ ব্যানার্জির বৈঠক নিয়ে প্রশ্ন তুলে চরম শোরগোল ফেলে দিলেন তরুণজ্যোতি তিওয়ারি।
/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)
তিনি ট্যুইট করে বলেছেন, "সমঝোতা,জোটধর্ম নাকি "নিজে বাঁচলে বাপের নাম"? কুনাল ঘোষের সাথে বৈঠকের কারণ কোনটা ড: নারায়ন বন্দোপাধ্যায় ? কংগ্রেস ,বামফ্রন্ট এবং তৃণমূলের ইন্ডি জোট সবাই জানে।। ড: নারায়ন বন্দোপাধ্যায় আজকে গিয়েছিলেন কুনাল ঘোষের কাছে এবং ছবি প্রকাশের পর তিনি একটা ভিডিও বার্তা দিয়ে ব্যাপারটাকে লঘু করার চেষ্টা করছেন কিন্তু আসল ব্যাপার কোনটা? কুনাল ঘোষ প্রশাসনের কেউ নয় এবং আজকের দিনে দাঁড়িয়ে যতটা মনে পড়ছে সেখান থেকে বলতে পারি তিনি তৃণমূলের কোন পদাধিকারী ও নন, তাহলে কুনাল ঘোষের সাথে কিসের বৈঠক নারায়ণ বন্দ্যোপাধ্যায় বাবু? সরকারের তরফ থেকে কিছু ডাক্তারের ফাইল খোলা হয়েছে শোনা যাচ্ছে, আপনারও কিছু ফাইল আছে নাকি পুরনো? আপনার আরেক বন্ধু অর্থাৎ লিভার ফাউন্ডেশন এর ডা: অভিজিৎ চৌধুরীর নামে আজকে কুনাল ঘোষ একটা অভিযোগ করেছে এবং তারপরেই আপনার কুনাল ঘোষের সাথে দেখা করতে যাওয়া।। যতটা সহজ ভাবে আপনি ভিডিও বার্তা দিয়ে বলার চেষ্টা করেছেন ব্যাপারটা কি ততটাই সহজ? বলছি ডাক্তারবাবু , লজ্জা করল না? মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে বলে মনে হয়? ছি: যে কুনাল ঘোষ আপনাদের নামে এত কিছু বলেছে তার সাথে বৈঠক করতে লজ্জা করল না? " তার এই ট্যুইট ঘিরে চর্চা শুরু হয়েছে।
সমঝোতা,জোটধর্ম নাকি "নিজে বাঁচলে বাপের নাম"? কুনাল ঘোষের সাথে বৈঠকের কারণ কোনটা ড: নারায়ন বন্দোপাধ্যায় ?
— Tarunjyoti Tewari (@tjt4002) October 17, 2024
কংগ্রেস ,বামফ্রন্ট এবং তৃণমূলের ইন্ডি জোট সবাই জানে।। ড: নারায়ন বন্দোপাধ্যায় আজকে গিয়েছিলেন কুনাল ঘোষের কাছে এবং ছবি প্রকাশের পর তিনি একটা ভিডিও বার্তা দিয়ে… pic.twitter.com/u9RM0ZdeF2
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us