ওয়াকফ প্রতিবাদের মিছিলে কার্যত স্তব্দ শহর ! অসহায় পুলিশ প্রশাসন

ওয়াকফ প্রতিবাদের মিছিলের ফলে তীব্র যানজট শহর জুড়ে। ভোগান্তির শিকার সাধারণ মানুষ। অসহায় পুলিশ প্রশাসন।

author-image
Debjit Biswas
New Update
ANTI WAQF

নিজস্ব সংবাদদাতা : আজ সকাল থেকেই ওয়াকফ প্রতিবাদের মিছিলের ফলে কার্যত স্তব্দ হয়ে রয়েছে গোটা কলকাতা। তীব্র যানজটের ফলে চরম অসহায় হয়ে পড়েছেন সাধারণ মানুষ। মূলত সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদেই আজ এই মিছিলের ডাক দিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আর এই মিছিলের ফলেই কার্যত স্তব্দ হয়ে গেছে উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতা। এই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে আজ মৌলালির রামলীলা ময়দানে একটি জমায়েত কর্মসূচি রয়েছে। এই জমায়েত কর্মসূচির ডাক দিয়েছেন তৃণমূল নেতা সিদ্দিকুল্লা চৌধুরী। আর এই মিছিলের জেরেই তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এত পরিমানে মানুষের জমায়েতের সামনে, পুলিশ প্রশাসন ব্যবস্থাও একপ্রকার অসহায় হয়ে উঠেছে। আজ সকাল থেকেই এই মিছিলকে কেন্দ্র করে পার্ক সার্কাস, মৌলালি, লেনিন সরনী পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায়। বেশকিছুক্ষনের জন্য সিআইটি রোড বন্ধ করে দেওয়া হয়। শহরের ট্রাফিক ব্যবস্থা সামলাতেই নাজেহাল হয়ে যায় পুলিশ। অতিরিক্ত পুলিশ মোতায়েন করেও সুরাহা হয়নি কিছুই।

SIDDIKULLA

এই তীব্র যানজটের ফলে সবথেকে বেশি অসুবিধার মধ্যে পড়েছেন রোগীরা। এই তীব্র যানজটের ফলে অত্যন্ত ধীর গতিতে চলছে অ্যাম্বুলেন্স। শিয়ালদহ স্টেশন চত্বরে এনআরএস (NRS) সহ বেশকিছু ছোট বড় হাসপাতাল ও নার্সিংহোম আছে। কিন্তু এই যানজটের ফলে অ্যাম্বুলেন্স পরিষেবা ঠিকমতো দেওয়া সম্ভব হচ্ছে না। যারফলে বিভিন্ন রোগী ও তাদের পরিবার চরম সমস্যার মধ্যে পড়েছে। শিয়ালদহ স্টেশনেও এই তীব্র যানজটের আঁচ বেশকিছুটা হলেও পড়েছে। যারফলে দূরদূরান্ত থেকে আগত যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছেন।