New Update
/anm-bengali/media/media_files/llL7btdic8qXgGHK8Kbw.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : নাম না বললেও লোকে তাকে চেনে তার একটা ডায়লগে, ওহ লাভলি। হ্যাঁ, কথা হচ্ছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এক্স হ্য়ান্ডেলে মহা নবমীর শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যবাসীকে। পরনে লাল-সাদা জামদানি কাজের পাঞ্জাবি, চোখে সানগ্লাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ণিত সেই 'কালারফুল বয়' একটি পোস্টার পোস্ট করে ক্য়াপশানে লিখেছেন,'মহা নবমীর এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা… কামনা করি দেবী দুর্গার আশীর্বাদে সবার জীবন আনন্দে ভরে উঠুক। শুভ মহা নবমী।'
মহা নবমীর এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা… কামনা করি দেবী দুর্গার আশীর্বাদে সবার জীবন আনন্দে ভরে উঠুক। শুভ মহা নবমী। pic.twitter.com/fUkGKyP9R7
— Madan Mitra| মদন মিত্র (@madanmitraoff) October 23, 2023
/anm-bengali/media/post_attachments/kjtqyOlFU7TxECAJdfoG.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us