/anm-bengali/media/media_files/2025/01/16/2ipKWIAhWPe8tTGk8oV5.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ছাত্র সংসদ নির্বাচন না হওয়া সত্ত্বেও রাজ্যের কলেজগুলিতে ইউনিয়ন চালু থাকা নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, যতদিন ছাত্র সংসদ নির্বাচন না হচ্ছে, ততদিন রাজ্যের সমস্ত কলেজে ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে।
আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, গত কয়েক বছরে বেশিরভাগ কলেজেই কোনও ছাত্র সংসদ নির্বাচন হয়নি, তবুও ইউনিয়নের নামে রুম খোলা ও কার্যকলাপ চালানো হচ্ছে — যা বেআইনি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/29/4JAR8S7UXjIrClDrdaBq.jpeg)
আদালত তৎক্ষণাৎ নির্দেশ দেয়, “নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্র ইউনিয়ন রুম খোলা যাবে না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া কোনও রুম ব্যবহার চলবে না"।
এদিন আদালত রাজ্যকে প্রশ্ন করে, নির্বাচন না হলেও অ্যান্টি-র্যাগিং কমিটি আছে কি না, এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্য কী ভাবছে? এ বিষয়ে রাজ্যকে ১৭ জুলাইয়ের মধ্যে হলফনামা জমা দিতে বলা হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৬ জুলাই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us