পুজোর মুখে বইপাড়ায় কান্নার রোল, বৃষ্টির জলে ভেসে গিয়েছে কোটি টাকার বই!

পুজোর মুখে বই ব্যবসায়ীরা পড়লেন বড়সড় ক্ষতির মুখে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
college street book

File Picture

নিজস্ব সংবাদদাতা: টানা বৃষ্টিতে কার্যত হাবুডুবু অবস্থায় শহর। কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার কোমর সমান। তার জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর খবর মিললেও, বুধবার জল নামার পর ধীরে ধীরে ফেরে স্বাভাবিকতা। কিন্তু কলেজস্ট্রিটে বইপাড়ায় ফুটে উঠল অন্য চিত্র—জলে ভেসে নষ্ট হয়েছে কয়েক কোটি টাকার বই।

মঙ্গলবার মুষলধারে বৃষ্টির পর ঠনঠনিয়া কালীবাড়ি, আমহার্স্ট স্ট্রিট, কলেজস্ট্রিট-সহ আশপাশের এলাকায় জমে যায় জল। কোথাও কোমর, কোথাও বুকসমান জল ঢুকে যায় দোকানে। তাতেই ভেসে যায় বইয়ের স্তূপ। পুজোর মুখে বই ব্যবসায়ীরা পড়লেন বড়সড় ক্ষতির মুখে।

College-street

বুধবার সকাল থেকে পরিস্থিতি খানিক আয়ত্তে এলে বই বিক্রেতারা বই উদ্ধার শুরু করেন। বাঁশের ওপর ফেলে কিংবা রোদে মেলে শুকনোর চেষ্টা করা হচ্ছে বইগুলি। কিন্তু ক্ষতির অঙ্ক এতটাই বড় যে ক্ষতি পোষানোর উপায় নেই বলেই মনে করছেন ব্যবসায়ীরা।

এক বই বিক্রেতা বলেন, “আমফানের সময় যেমন বই নষ্ট হয়েছিল, এবারও ঠিক তেমনই ক্ষতি হয়েছে। কোটি টাকার বই জলে ভেসে নষ্ট"।

পুজোর আগে এমন ক্ষতি বইপাড়ার ব্যবসায়ীদের চরম বিপাকে ফেলল। জলমগ্নতার পুনরাবৃত্তি ঠেকাতে স্থায়ী ব্যবস্থা না হলে ভবিষ্যতেও এই চিত্র দেখা যাবে বলে আশঙ্কা করছেন তাঁরা।