কলকাতায় ধস: মৃত ১

পাইপ লাইনের কাজ চলাকালীন আচমকা ধস। মৃত্য হয়েছে ১ জনের। 

author-image
Aniket
25 May 2023
কলকাতায় ধস: মৃত ১

নিজস্ব সংবাদদাতা: কলকাতার পার্ক সার্কাসের সুরাবর্দী অ্যাভিনিউয়েতে বালি তোলার সময় আচমকা ধসে চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম ছলমন মল্লিক (২২)। পাইপ লাইনের কাজ চলছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে। ঘটনার সময় ড্রেনেজ লাইনের কাজ করছিলেন ছলমন। সেই সময় ধস নেমে মাটির তলায় চাপা পড়ে যান ছলমন। জেসিবি নিয়ে এসে মাটি খুঁড়ে তাঁকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বেনিয়াপুকুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে ছলমনের বাড়ি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে।