‘সংহতি দিবস’কে সামনে রেখেই বাবরি মসজিদ নিয়ে কি বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

'আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার'।  

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mamata

File Picture

নিজস্ব সংবাদদাতা: একদিকে ‘সংহতি দিবস’ আর অপরদিকে বাবরি মসজিদের শিলান্যাস। স্বাভাবিক ভাবেই বঙ্গ রাজনীতি তপ্ত। আর এরই মধ্যে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “একতাই শক্তি। শুরুতেই আমি সকলকে ‘সংহতি দিবস’/ ‘সম্প্রীতি দিবস’ উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই”। 

“বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ-বিবেকানন্দের মাটি — এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামীদিনেও করবে না”। 

Mamata

“হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ — বাংলায় সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই। কারণ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার”। 

“যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন”।