বিধানসভায় মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বক্তব্য পেশ, পাল্টা চাকরি নিয়ে খোঁচা বিরোধীদের

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে চরম সতর্ক করলেন অধ্যক্ষ। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-06-16 at 14.45.04

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিধানসভায় সোমবার অধিবেশনের প্রথমার্ধেই উত্তাল হয়ে উঠলো পরিস্থিতি। প্রশ্নোত্তর পর্ব চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগ তুলছিলেন, ঠিক তখনই প্রতিবাদে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রীর ভাষণ থামিয়ে একাধিক বিধায়ক স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তখনই। তার জেরে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ বিজেপি বিধায়ক – মনোজ ওঁরাওকে সাসপেন্ড করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর একই সাথে আরও এক বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে চরম সতর্ক করলেন অধ্যক্ষ। 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে অভিযোগ করেন, “১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না। আমাদের রাজ্যের প্রাপ্য টাকা অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। একাধিক কমিশন এসেছিল, সমস্ত তথ্য তুলে দেওয়া হয়েছে, তবুও টালবাহানা চলছে”।

kolkata assembly .jpg

এই বক্তব্যের মধ্যেই বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষ প্রমুখ উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন। পাল্টা জবাব দিতে ছাড়েননি মুখ্যমন্ত্রীও। তিনি বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বলেন, “আগে কাউন্সিলর ভোটে জিতে আসুন। আমাকে জোর করে হারানো হয়েছিল, আমি আবার জিতে এসেছি”।

বিধানসভায় এদিন একাধিক সংশোধনী বিল পেশ হওয়ার কথা থাকলেও, মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং বিজেপির প্রতিবাদে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ। রাজনৈতিক মহলের মতে, কেন্দ্র-রাজ্য সংঘাতের এই ধারা আরও জোরালো হতে চলেছে আগামী দিনে।