করোনা নিয়ে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, 'সতর্ক রাজ্য ভয় পাওয়ার কিছু নেই' বলছেন মমতা

রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের সংখ্যা বেড়েছে ৫৪।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mamata brtefs

File Picture

নিজস্ব সংবাদদাতা: এক সপ্তাহের ব্যবধানে রাজ্যে করোনায় দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটল। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি থাকা ৪৮ বছরের এক করোনা পজিটিভ ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য ভবনের দাবি, সরাসরি করোনার জন্য নয়, বরং অন্যান্য শারীরিক জটিলতার কারণেই তার মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, মৃতের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি খতিয়ে দেখে দেখা গিয়েছে, করোনার পাশাপাশি তিনি একাধিক গুরুতর অসুখে ভুগছিলেন, যার কারণে নিয়মিত চিকিৎসা গ্রহণে অসুবিধা হচ্ছিল। সেই কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবি স্বাস্থ্য ভবনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের সংখ্যা বেড়েছে ৫৪। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এখন ৭৪৭। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৫৮ জন। গোটা দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৯১ জন।

covid test.jpg

এই প্রসঙ্গে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "করোনা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে। এটা আবার প্যানডেমিকে রূপ নেবে না। তবে সচেতন থাকা প্রয়োজন”।

তিনি আরও বলেন, "রাজ্যে সরকারি হাসপাতাল রয়েছে, চিকিৎসার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে চিকিৎসা করান, আতঙ্কিত হবেন না। রাজ্য সরকার পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণ প্রস্তুত”। 

জনগণের উদ্দেশে সরকারের পরামর্শ—মাস্ক পরা, হাত ধোয়ার অভ্যাস এবং ভিড় এড়িয়ে চলা এখনো ভালো অভ্যাস হিসেবে বজায় রাখা উচিত, বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে।