মহানবমীতে মাতৃবন্দনায় মগ্ন হলেন মুখ্যমন্ত্রী

উৎসবের আনন্দে ভরপুর এই মুহূর্তে মিলল ভক্তিভাবের আবহও।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-10-01 at 20.32.33

File Picture

নিজস্ব সংবাদদাতা: শারদোৎসবের শেষ প্রহরে মাতৃবন্দনায় ভক্তিমগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহানবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে আরতি করেন তিনি। কাঁসর বাজিয়ে মায়ের আরাধনায় সামিল হন মুখ্যমন্ত্রী। উৎসবের আনন্দে ভরপুর এই মুহূর্তে মিলল ভক্তিভাবের আবহও।

আজ মহানবমী। মণ্ডপে মণ্ডপে উমার পুজোয় ভিড় উপচে পড়ছে সকাল থেকে। বেলুড় মঠেও চলছে নবমীর বিশেষ পুজো। শেষ দিনে মাতৃসাধনায় সামিল হয়েছেন হাজার হাজার মানুষ। কলকাতা থেকে শুরু করে জেলার প্রতিটি মণ্ডপেই ভক্ত ও দর্শনার্থীদের ঢল নেমেছে।

WhatsApp Image 2025-10-01 at 20.31.17

তবে আনন্দের মাঝেই মনখারাপের সুর। কারণ রাত পোহালেই বিজয়ার বিষাদঘেরা দশমী। বিদায়ের সুর বাজতে শুরু করেছে ইতিমধ্যেই। এক বছরের অপেক্ষা আবার শুরু হবে মায়ের আগমনের।

একদিকে মাতৃবন্দনার আবহ, অন্যদিকে বিদায়ের সুর - দুটো মিলিয়েই মহানবমীর সন্ধ্যায় আবেগঘন ছবি ধরা দিল কালীঘাট থেকে বেলুড় মঠ, গোটা বাংলাজুড়ে।