BREAKING: ১৪৪ বছর পর মহাকুম্ভ, এটা ঠিক নয়- কোন ভুল ধরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা?

কেন এই দাবি করলেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
1716651192_mamata-4

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: নবান্নে সাংবাদিক বৈঠকে ফের কুম্ভ নিয়ে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী বলেন, "যারা বলছেন ১৪৪ বছর পর মহাকুম্ভ হচ্ছে এটা ঠিক নয়। ২০২৪ সালেও মহাকুম্ভ হয়েছে আমি যতদূর শুনেছি। আমি অজ্ঞ আছি। বিশিষ্টরা গবেষণা করে জানান সঠিক সত্য কি। অনেক মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছেন। যারা কুম্ভস্নান করছেন সে নিয়ে একটি কথাও বলব না। ধর্ম যার যার আপনার। যারা স্বজনদের হারিয়েছে দুর্ঘটনায় মারা গেছে তারা যেন ক্ষতিপূরণ পায়"।