'নির্যাতিতার ফাঁসি হোক'- মিছিল থেকেই কী বললেন মুখ্যমন্ত্রী মমতা! ভিডিও কি এডিট করা?

মানুষ বলছে নির্যাতিতাকে ওভাবে মেরেও শান্তি হয়নি আবার ফাঁসি দিতে চাইছে?

author-image
Anusmita Bhattacharya
New Update
mamfasi

নিজস্ব সংবাদদাতা: আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ মিছিলে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন দেশে ইতিমধ্যেই ন্যাক্কারজনক ঘটনার দোষীদের ফাঁসির দাবি উঠেছে। মুখ্যমন্ত্রীও আজ এই দাবিতেই করলেন সমাবেশ। 

Bengal CM Mamata Banerjee gives 'aur ek dafa Delhi chalo' call to oust BJP  from power - India Today

এর মধ্যেই একটি ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী আর তাঁর পাশে সুরে সুর মেলাচ্ছেন অদিতি মুন্সি, সায়ন্তিকা ব্যানার্জি প্রমুখ। 

mamatafasi

ভিডিওতে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, 'মানুষের জয় হোক, মানুষের জয় হোক, নির্যাতিতার ফাঁসি হোক'। এতেই মানুষের প্রশ্ন, ভিডিওটি কি এডিট করা? আবার কেউ বলছে নির্যাতিতার মর্মান্তিক মৃত্যুতেও শান্তি হয়নি? ভিডিওর সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ।

mamatafasi

(ভিডিও: ফেসবুক থেকে সংগৃহীত)