New Update
/anm-bengali/media/media_files/Snp5dcbYf1gQ2ZBbSeTy.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: যাদবপুরে নিহত পড়ুয়ার পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের মাকে চাকরি এবং ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি নিজে। সোমবার সদ্য সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে নবান্নে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কান্নায় ভেঙে পড়েন শোকস্তব্ধ বাবা-মা। তবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন দু’জনেই। নিহত ছাত্রের স্মৃতিতে বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণও করা হবে বলে জানা গেছে। হাসপাতালে বসানো হবে তার মূর্তি।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us