New Update
/anm-bengali/media/media_files/ogcryEW2RNI2tGHqnVlP.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এবং হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করলেন তিনি এবার। পায়ে আঘাত লাগায় এই বছর বাড়ি থেকেই পুজোর উদ্বোধন করলেন তিনি। শ্রীভূমি, হাতিবাগান, টালা প্রত্যয়সহ প্রায় ৬টি পুজোর উদ্বোধন করছেন আজ। পাশাপাশি সকলকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানালেন তিনি।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us