New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
নিজস্ব সংবাদদাতা: 'কেন্দ্রে এক দলের সরকার, রাজ্যে এক দলের সরকার। এজেন্সি দিয়ে গলা টিপে ধরা হচ্ছে। শিল্পপতিদের গলা টিপে ধরা হচ্ছে। করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের উপর', বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে কেন্দ্রকে চরম আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া মোদির ডিজিটাল ভারতের মডেলকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, 'ক্যাশলেস ইকোনোমি কর্মসংস্থান তৈরি করতে পারে না'।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us