'এত কথা কেন বলো?' বিধায়ক হুমায়ুন কবীরকে বকুনি মমতার

কি বললেন নেত্রী?

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata37angry

নিজস্ব সংবাদদাতা: শোকজ করা হয়েছিল তাকে। নিরাপত্তাতেও কাটছাঁট করা হয়েছে। এবার বিধানসভায় দলেরই বিধায়ক হুমায়ুন কবীরকে ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে তিনি বলেন, 'শোকজের জবাব তাড়াতাড়ি দিতে হবে।' এর সঙ্গে বিরক্তি প্রকাশ করে কবীরের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'এত কথা কেন বলো?' পরে মুখ্যমন্ত্রীর ঘরে গেলেও কবীরকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে শোকজের উত্তর দাও'।

 অধিবেশনের পর মুখ্যমন্ত্রী দলের বিধায়কদের দেখা করতে বলেন। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে দেখেই মমতা বলেন, ‘আগে শোকজের জবাব দাও।’