Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/offXQ6JfVPsxWe8CkbII.jpg)
নিজস্ব সংবাদদাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়। করলেন বড় দাবি।অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়। করলেন বড় দাবি।
/anm-bengali/media/media_files/rRdxjWumTzajBtn12H6g.jpg)
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলার মানুষকে অভিনন্দন। দিল্লির শিক্ষা নেওয়া উচিত রিগিং করে কিছু হয় না। বিজেপির অবজারভার জেতা জায়গাতেও সার্টিফিকেট দিচ্ছে না। কিছু আসনে তৃণমূলকে জোর করে হারানো হয়েছে। রাজ্য পুলিশকে কাজে লাগানো হয়নি। বিজেপির অবজারভারকে পাঠানো হয়েছে। বাংলার মানুষের কাছে চিরকৃতজ্ঞ। একক সংখ্যাগরিষ্ঠ দলের স্বীকৃতি পায়নি বিজেপি। তমলুকে ভোট হয়নি রিগিং হয়েছে'।
/anm-bengali/media/post_attachments/aebba0ac7d36125b16c75d723568231f77bcdba35d078699af6fc1a31d4371ac.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us