New Update
/anm-bengali/media/media_files/G55AclayzIcBjMfzOkQF.jpg)
নিজস্ব সংবাদদতা: আগামীকাল রথযাত্রা। সেজে উঠছে দীঘার জগন্নাথ মন্দির। সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখতে সেখানে হাজির স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানালেন যে কাল দুপুর ২.৩০টা নাগাদ শুরু হবে দিঘার রথযাত্রা। তবে পুজো শুরু হয়ে যাবে সকাল ৯.৩০টা থেকে। সমস্ত ভক্তদের জন্য ব্যারিকেডের সঙ্গে ছোঁয়ানো থাকবে রথের দড়ি। রথযাত্রার তদারকিতে থাকবেন ৫ মন্ত্রী।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000069635.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us