BREAKING: 'কলকাতা দখল, বিহার দখল'! অবশেষে বার্তা এল মুখ্যমন্ত্রী মমতার

কি বললেন আজ মুখ্যমন্ত্রী?

author-image
Anusmita Bhattacharya
New Update
Mamata

নিজস্ব সংবাদদাতা: বিধানসভায় বাংলাদেশ নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর। "সবাই সংযত আচরণ করুন, এটাই আমাদের অনুরোধ। এমন কিছু করবেন না যাতে হিংসা বাড়ে। কেউ কেউ বলছে কলকাতা দখল করবে। বিহার দখল করবে বলছে কেউ কেউ। যারা বলছেন আপনারা ভালো থাকবেন। আশা করি বৈঠকে সমাধান সূত্র উঠে আসবে", বললেন মুখ্যমন্ত্রী।