New Update
/anm-bengali/media/media_files/Wa1SYazxRbhU0HoJvBCl.jpg)
নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোটের আগে উত্তর ২৪ পরগনাকে তৃণমূলের শক্ত ঘাঁটি বানাতে কঠোর পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কোর কমিটি গঠন করে দিলেন তিনি। কমিটির প্রধান কাজই হবে জেলায় ঢুকে যাতে বিজেপির বহিরাগত নেতারা ভোট না কিনতে পারে টাকা দিয়ে সেদিকে লক্ষ্য রাখা। এই জেলার পাঁচটা আসনেই তৃণমূলকে জিততে হবে বলে লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা। দলের মধ্যে নিজস্ব মনোমালিন্য মিটিয়ে ফেলার নির্দেশও দিয়েছেন তিনি।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us