মণিপুরে যাওয়ার জন্য কেন্দ্রকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা কবলিত রাজ্য মণিপুরের মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে কেন্দ্রকে চিঠি লিখে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর সফরের অনুমতি চেয়েছিলেন।

author-image
SWETA MITRA
New Update
mamata manipur.jpg

নিজস্ব সংবাদদাতাঃ হিংসায় বিধ্বস্ত মণিপুর (Manipur) নিয়ে নতুন করে কেন্দ্রীয় সরকারকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার থেকে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee) বলেন, ‘মণিপুরে যাওয়ার জন্য কেন্দ্রকে চিঠি লিখেছিলাম। মণিপুরে গিয়ে শান্তিপ্রিয় মানুষের সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে চিঠিও লিখেছিলাম। মণিপুর সফর করেও অমিত শাহ রাজ্যের মানুষের সঙ্গে কথা বলছেন না।' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিংসা কবলিত রাজ্য মণিপুরের মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করে কেন্দ্রকে চিঠি লিখে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর সফরের অনুমতি চেয়েছিলেন।
 এই চিঠিতে মমতা সেখানে হিংসার শিকার হওয়া মানুষের পাশে দাঁড়াতে চান বলে জানিয়েছিলেন। দেখুন ভিডিও...