/anm-bengali/media/media_files/AKg284R1hkJovu59TfH1.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার আরজি কর মামলায় কার্যত সময় বেঁধে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নির্যাতিতার পরিবারের সাথে দেখা করে, তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, “এই মামলাকে ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে যাওয়া হবে। আমরা সেই রকমই ব্যবস্থা করবো সব দিক থেকে। আর যে বা যারা এই মামলায় অভিযুক্ত, তাঁদের ফাঁসির সাজার জন্যেই আদালতে আবেদন জানানো হবে”।
একই সাথে মুখ্যমন্ত্রী এও বলেন, “অনেকেই দাবি করছে হাসপাতালের ভিতরের কেউ এই মামলায় জড়িত থাকতে পারে। আমরা তাই প্রত্যেককেই বলেছি এরকম কাউকে সন্দেহ থাকলে বা কোনও প্রমাণ কারোর কাছে থাকলে পুলিশকে জানান। তাতে বড় মাথার কেউ থাকলেও রেয়াত করা হবে না। তাঁকেও কঠোরতম শাস্তি পেতে হবে”।
/anm-bengali/media/media_files/ZOwBOdQuvvMEvqxBPz4a.jpeg)
এরপরই কার্যত কলকাতা পুলিশকে সাংবাদিকদের সামনেই ডেডলাইন বেঁধে দেন মুখ্যমন্ত্রী। বলেন, “রবিবারের মধ্যেই এই মামলার তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে। আর তা আমরা করতে না পারলে কলকাতা পুলিশই এই মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেবে। যদিও সিবিআই-এর অতীতের ট্র্যাক রেকর্ড বলে কোনও মামলাতেই ওরা দ্রুত সাফল্য পায়নি। কিন্তু এই মামলার ক্ষেত্রে দ্রুত শাস্তি দেওয়ার জন্যে যা করার আমরা তা করবো। তাতে সিবিআইকে তদন্তভার দিতে হলে দেব। এই মামলায় চরমতম শাস্তির ব্যবস্থা করা হবে দোষীদের জন্যে”।
/anm-bengali/media/media_files/6Nx7XLSrDCDLlAWbvUrP.jpg)
/anm-bengali/media/media_files/w0YdaC0przn7JTINtnKa.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us