DA: টেবিলে গাদা গাদা ফাইল পড়ে! রেগে গেলেন মমতা

শহিদ মিনারে বকেয়া ডিএ-এর দাবিতে বিগত কয়েক মাস ধরে আন্দোলন চলছে সরকারি কর্মীদের। গত ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ।

New Update
mamatada

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: শহিদ মিনারে বকেয়া ডিএ-এর দাবিতে (DA) বিগত কয়েক মাস ধরে আন্দোলন চলছে সরকারি কর্মীদের। গত ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির (Pendown) ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। তারপর আবার গত ১০ই মার্চ বকেয়া ডিএ-র দাবিতে বাংলায় ধর্মঘটের (Bengal Strike) ডাক দিয়েছিল ৩৬টি সরকারি কর্মচারি সংগঠনের যৌথ মঞ্চ। এবার দিল্লিতে গিয়ে ধর্নায় (Dharna) বসলেন কর্মীরা। এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) আবার আক্রমণ করলেন সরকারি কর্মচারীদের কো-অর্ডিনেশন কমিটিকে। বলেন, 'আমরা যদি সমস্ত কর্মচারীদের একসাথে ছুটি দিয়ে দিই তাহলে কে চিকিত্‍সা করবেন আপনাদের? খাদ্য পৌঁছে দেবেন কে? জল দেবেন কে? সরি, আমি কোনরকম পার্থক্য করতে চাই না কো অর্ডিনেশন কমিটি ও ফেডারেশনের মধ্যে। কিন্তু আমি তো সেদিন গিয়ে দেখলাম গাদা গাদা ফাইল পড়ে রয়েছে টেবিলে'।