New Update
/anm-bengali/media/media_files/6qur8CqJ9ph4mHKyfLxg.webp)
কলকাতাঃ আবারও রাজ্যে ভোটের দামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুর্গাপুজো মিটতেই ছাত্র সংসদ নির্বাচন হবে। সোমবার ধর্মতলায় দাঁড়িয়ে মমতা বলেন, ‘ওরা বলছে গোলি মারো, দেখি কত ক্ষমতা। এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস এক হয়েছে। কাউন্সিলরদের টিএমসিপি (TMCP)-র পাশে থাকতে হবে। কলেজে যেন কেউ গুণ্ডামি না করে। লাল হলুদ মিলে গুণ্ডামি করলে পুলিশ যেন গ্রেফতার করে।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us