ওয়েস্ট কোট এবার 'দিদি'র স্টাইল স্টেটমেন্ট! নজর কাড়লেন মমতা

সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে এ এক অন্য মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চেনা সাজ আর নেই। এবার পাল্টে ফেললেন নিজেকে।

New Update
mamatabgbs

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কোট মানেই সেটাকে সাধারণত পুরুষদের পোশাক হিসেবে ধরা হয়। তবে কর্পোরেট কালচারে ব্যাপারটা আলাদা। পুরুষ-মহিলা নির্বিশেষে কোট পরে স্মার্ট হয়ে নিজেকে তুলে ধরার এক ঐতিহ্য রয়েছে। এবার বাঙালিয়ানার সাথে সেই কর্পোরেট কালচারের মেলবন্ধন ঘটালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরনে সাদা শাড়ির সাথে ক্রিম কালারের ওয়েস্ট কোট। এই প্রথম কোট পরতে দেখা গেল তাঁকে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে তাঁর বক্তৃতার থেকেও এই প্রথম বেশি নজর কেড়ে নিল তাঁর স্টাইল স্টেটমেন্ট।

hiring.jpg