/anm-bengali/media/media_files/1000069635.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ৬-এ ৬। ফুল মার্কস পেয়ে তৃণমূল পাশ করেছে বিধানসভা উপনির্বাচনের পরীক্ষায়। এমনকি মাদারিহাট কেন্দ্র, যে কেন্দ্রটি এতোদিন বিজেপির দখলে ছিল, তাও এই প্রথমবার ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। এই বিশাল জয়কে অভিবাদন জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিশাল জয়ের পরই তৃণমূল নেত্রী জনতার উদ্দেশ্যে করলেন ট্যুইট।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখলেন, “মা-মাটি-মানুষকে জানাই বিনম্র চিত্তে অভিবাদন। আমার অন্তরের অন্তস্তল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার ও সালাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার! আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে”।
মা-মাটি-মানুষকে জানাই বিনম্র চিত্তে অভিবাদন। জয় বাংলা 🙏🏻 pic.twitter.com/FUQxCI1xW2
— Mamata Banerjee (@MamataOfficial) November 23, 2024
মুখ্যমন্ত্রী এই ভাবেই জনগণের উদেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এদিন।
/anm-bengali/media/media_files/2024/11/23/lYgML5QVrWPKTxnPYLnQ.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us