New Update
/anm-bengali/media/media_files/jq4T4k7EaPrky2qYTxKz.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। রাজ্য তথা দেশ জুড়ে বিভিন্ন হাসপাতালে চলছে প্রতিবাদ। আরজি করে চিকিৎসককে ধর্ষণ-হত্যার ঘটনার প্রতিবাদে আজ পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশেষ ভাষণও দিয়েছেন তিনি।
/anm-bengali/media/media_files/mSWDB26okwuYSo7S0IUy.jpg)
মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, “১৮ তারিখ সকাল ১০-৬টা পর্যন্ত ধর্না কর্মসূচি হবে। বাংলায় কোনও ঘটনা ঘটলে সামলাতে রাজ্য প্রশাসনই যথেষ্ট। উন্নাও এবং হাথরাস ঘটনায় তাঁরা কেন কোনও প্রতিবাদ করেনি? বানতলা থেকে ধানতলা কার আমলে ঘটেছিল?”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us