/anm-bengali/media/media_files/xmjoCzh3wtOol1E0938p.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (JEE 2023) উত্তীর্ণদের উদ্দেশ্যে বিশেষ টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ শুক্রবার এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘পরীক্ষায় টপার এবং পশ্চিমবঙ্গ ও সারা দেশের সফল প্রার্থীদের অভিনন্দন। আমি অত্যন্ত আনন্দিত যে মোট সফল প্রার্থীদের মধ্যে ৫৩% পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের। এ বছর সফল প্রার্থীদের মধ্যে ২৭ দশমিক ৫ শতাংশই নারী। সকলের চমৎকার পারফরম্যান্স আমাদের গর্বিত করেছে। আমি সফল শিক্ষার্থী, তাদের গর্বিত বাবা-মা এবং শিক্ষকদের অভিনন্দন জানাই।‘
Congratulations to the West Bengal Joint Entrance Examination 2023 toppers and successful candidates from West Bengal and all over the country.
— Mamata Banerjee (@MamataOfficial) May 26, 2023
I am extremely happy that 53% of total successful candidates are from West Bengal Council of Higher Secondary Education.
This year…